১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসলামী দেশগুলোর অর্থায়নে নতুন প্রকল্প খুলছে রাশিয়া

-

বিদেশী অংশীদারদের সাথে প্রথম বিনিয়োগ চুক্তি গত এপ্রিল মাসে রাশিয়ায় সম্পাদিত হয়। পরবর্তী পর্যায়ে একটি সংগঠিত অংশীদার অর্থায়ন বাজার গঠনে ভূমিকা রাখে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম অব রাশিয়া অ্যান্ড ওআইসি কান্ট্রিজ।
ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড : কাজানফোরাম’ তাতারস্তান প্রজাতন্ত্রের রইস এবং রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের চেয়ারম্যান রুস্তম মিন্নিখানভ এই ঘোষণা দেন।
২০২৩ সালে রাশিয়ার চারটি অঞ্চলের অংশীদারিত্বের অর্থায়নে এ সংস্থাটি পরীক্ষামূলক চালু করা হয়েছিল। অঞ্চলগুলো হলো- বাশকোর্তোস্তান প্রজাতন্ত্র, দাগেস্তান প্রজাতন্ত্র, তাতারস্তান প্রজাতন্ত্র এবং চেচেন প্রজাতন্ত্র।
এ সংস্থার অন্যতম উদ্দেশ্য হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের সদস্য দেশগুলোর কাছ থেকে রাশিয়ার প্রকল্পগুলোতে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য একটি প্রক্রিয়া তৈরি করা।
মিনিখানভ বলেন, পরীক্ষামূলক প্রকল্প শুরু হওয়ার পর থেকে সারা দেশে প্রায় এক হাজার ৩০০টি চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন অংশীদারের আর্থিক পণ্যগুলোও উপস্থিত হয়েছে পণ্যগুলোর মধ্যে রয়েছে- প্রকল্প অর্থায়ন, ছোট ব্যবসার অগ্রাধিকারমূলক অর্থায়ন, লিজিং কোম্পানিগুলোর অর্থায়ন এবং অন্যান্য।
রুস্তম মিন্নিখানভ আরো বলেছেন : ইসলামী বিশ্বের দেশগুলোতে সফরের সময় ইসলামী অর্থনীতির বিষয়টি উত্থাপিত করা হয়। ইতোমধ্যে যারা রাশিয়ার বাজারে প্রবেশ করতে ইচ্ছুক আছে, তাদের পণ্য ‘মিরাস, ব্যাংক মেলি ইরানের একটি সহযোগী প্রতিষ্ঠান, তাতারস্তানে কাজ করছে। এটি প্রকল্পের প্রথম বিদেশী অংশগ্রহণকারী।
আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়নে ইসলামী আর্থিক উপকরণ একটি বড় ভূমিকা পালন করতে পারে। এ ক্ষেত্রে প্রধান বিষয় হলো রাশিয়ায় ইসলামী অর্থনৈতিক সেবা অংশগ্রহণকারীদের জন্য একটি একীভূত এবং বোধগম্য মান তৈরি করা উচিত যা অন্যান্য দেশের বাজারে বিকাশে সুযোগ সৃষ্টি করবে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement