ল ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিট সভাপতি নজরুল ইসলামের ইন্তেকাল
- বগুড়া অফিস
- ২৯ মে ২০২৪, ০১:৩৬
বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সভাপতি ও বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাবেক সহসভাপতি কাজী নজরুল ইসলাম ( ৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার ভোরে শেরপুর উপজেলা সদরের টাউন কলোনির বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে মঙ্গলবার সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ মো: কামরুল ইসলামের সভাপতিত্বে ফুলকোর্ট রেভারেন্স সভা অনুষ্ঠিত হয়। এতে পিপি আব্দুল মতিন, বার সমিতির নেতৃবৃন্দসহ সিনিয়র আইনজীবীবৃন্দ বক্তব্য দেন। তার প্রথম নামাজে জানাযা শেরপুর ডি জে হাইস্কুল মাঠে এবং দ্বিতীয় জানাযা নামাজ তার গ্রামের বাড়ি শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজনগরে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক জহুরুল হক জাফর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিট সভাপতি অ্যাডভোকেট আলী আজগার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম আকন্দ, সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: সাইফুদ্দিন সাইফুল, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা