ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দঁাঁড়ান : বাংলাদেশ খেলাফত মজলিস
- ২৯ মে ২০২৪, ০০:০৫
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরিভিত্তিতে সরকারি ত্রাণ সরবরাহ ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি-রাস্তাঘাট মেরামতে প্রয়োজনীয় পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের মতো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। প্রকৃত ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরিভিত্তিতে ত্রাণ সরবরাহ ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট মেরামতে সরকারকে দ্রুত পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরিভিত্তিতে খাদ্যসামগ্রী পাঠাতে হবে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা