জয়ের বার্সা অধ্যায় শেষ জাভির
- ক্রীড়া ডেস্ক
- ২৮ মে ২০২৪, ০০:০০
স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার অধ্যায় জয় দিয়েই শেষ করলেন কোচ জাভি হার্নান্দেজ। আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই চমৎকার কিছু গোলের দেখা মিলল। একাধিকবার পোস্ট আর ক্রসবার বাধা হয়ে দাঁড়ালেও সেভিয়ার মাঠে গত পরশু ২-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানোদোভস্কির গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর সমতা টানেন সমতা টানেন ইউসুফ এন-নাসরি। ৫৯ মিনিটে ন্যূ ক্যাম্পের দলটির হয়ে জয়সূচক গোলটি করেন ফেরমিন লোপেজ।
শিরোপাহীন মৌসুমে বার্সার হয়ে শেষ হলো দলটিতে কোচ হার্নান্দেজের আড়াই বছরের পথচলা। গত শুক্রবার ক্লাবের সাবেক এই মিডফিল্ডারকে কোচের পদ থেকে বরখাস্ত করে বার্সেলোনা। চার ম্যাচ হাতে রেখেই এবার লিগ শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। রানার্সআপ হয় বার্সেলোনা। ৩৮ ম্যাচে চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে ৮৫ পয়েন্ট নিয়ে আসর শেষ করল তারা। আর ৪১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে সেভিয়া।
চলতি বছর জানুয়ারিতে হুট করেই মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি। কোনোভাবেই নিজের সিদ্ধান্তে পরিবর্তন না করার কথা বললেও গত এপ্রিলে ক্লাব কর্তৃপক্ষের সাথে বিশদ আলোচনার পর বদলে যায় তার ভাবনা। চুক্তির আরেকটি মৌসুম থেকে যাওয়ার কথা নিশ্চিত করেন তিনি। কিন্তু নাটকীয় পালাবদলে এক মাস পরই তাকে চাকরিচ্যুত করে ক্লাবটি।
সূত্রের বরাতে বিবিসি, ইএসপিএনসহ গণমাধ্যমের খবর, বার্সেলোনায় জাভির স্থলাাভিষিক্ত হতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির সাবেক কোচ হ্যান্সি ফ্লিক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা