রাফা সীমান্তে মিসর-ইসরাইলের গুলিবিনিময়, ১ সৈন্য নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৮ মে ২০২৪, ০০:০০
গাজা উপত্যকার রাফা ক্রসিংয়ে মিসরীয় ও ইসরাইলি সৈন্যদের গুলিবিনিময়ে অন্তত একজন নিহত হয়েছেন। নিহত সৈন্যটি মিসরীয়। তবে মিসরীয়দের হামলায় অন্তত সাত ইসরাইলি সৈন্য আহত হয়েছে বলে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে। দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকর পরিবেশে এ ঘটনা সার্বিক পরিবেশের আরো অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, মিসরীয় সৈন্যরাই প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করেছে। তারা পাল্টা জবাব দিয়েছে। ইসরাইলি মিডিয়া ওয়াইনেটের খবরে বলা হয়, গুলিতে এক মিসরীয় সৈন্য নিহত হয়েছে, আরো কয়েকজন আহত হয়েছে।
মিসরীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, মিসরীয় বাহিনী রাফা সীমান্তে গুলিবর্ষণের ঘটনা তদন্ত করছে। তিনি একজনের মৃত্যুর খবরও স্বীকার করেছেন।
প্রাথমিক খবরে জানা গেছে, প্রথম গোলাগুলির পর ইসরাইলি বাহিনী ঘটনাটি অস্বীকার করে। তবে পরে আবার তারা তা স্বীকার করে।
এই ঘটনা বিদ্যমান পরিস্থিতিতে আরো জটিল করে তুলতে পারে। ইসরাইলের সাথে মিসরের শান্তিচুক্তি থাকলেও রাফা ক্রসিং নিয়ে তাদের মধ্যে মতানৈক্য চলছে। হামাস যে শান্তিচুক্তিটি গ্রহণ করেছিল, তা ইসরাইলকে না জানিয়েই বদলে দিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তা ছাড়া ইসরাইলি বাহিনী রাফা ক্রসিংয়ে মোতায়েন করার পর সেখান দিয়ে ত্রাণসামগ্রী প্রবেশ বন্ধ করে দিয়েছিল মিসর।
তবে বিশ্লেষকরা দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরো বাড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে যুদ্ধবিরতি আলোচনায় মিসর মধ্যস্থতাকারী হওয়ায় বিষয়টি জটিল করে তুলবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা