রাজতন্ত্রের অবমাননার দায়ে ২ বছরের কারাদণ্ড থাই এমপির
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৮ মে ২০২৪, ০০:০০
থাইল্যান্ডের একটি আদালত প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টির (এমএফপি) একজন আইন প্রণেতাকে সোমবার রাজতন্ত্রের অবমাননার দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২১ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় চোন্থিচা জায়েংগ্রাউ যে বক্তৃতা দিয়েছিলেন, তার জন্য থাইল্যান্ডের কঠোর রাজতন্ত্রের মানহানি আইনে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এএফপি।
এমএফপি গত বছরের সাধারণ নির্বাচনে সর্বাধিক আসন জিতেছিল। কিন্তু আইনটি সংস্কারের প্রতিশ্রুতির বিরোধিতা করে রক্ষণশীল শক্তি তাদের সরকার গঠনে বাধা দেয়। এ আইনের কারণে রাজা মহা ভাজিরালংকর্ন ও তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা সমালোচনা থেকে রক্ষা পেয়ে থাকেন। আইনজীবী বলেছেন, চোন্থিচার সহযোগিতার জন্য ব্যাঙ্ককের উত্তরে থানিয়াবুরিতে আদালত তার সাজা তিন বছর থেকে কমিয়ে দিয়েছেন। পাশাপাশি আদালত একটি আপিল মুলতুবি থাকা অবস্থায় এই সংসদ সদস্যকে দেড় লাখ বাথের জামিনে মুক্তি দিয়েছেন।
একই দলের আরেকজন আইন প্রণেতাকে ডিসেম্বরে এক্সে বার্তা পুনঃপোস্ট করার দায়ে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। পোস্টটি রাজার জন্য অপমানজনক বলে মনে করা হয়েছিল। সমালোচকরা বলছেন, রাজতন্ত্রের মানহানি আইন বৈধ রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করার জন্য অপব্যবহার করা হয়। এদিকে চলতি সপ্তাহের শেষের দিকে প্রসিকিউটররা ২০১৫ সালে সিউলে করা মন্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে একটি মামলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।