পরিকল্পনামন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
- ময়মনসিংহ অফিস
- ২৭ মে ২০২৪, ০১:১০
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের পক্ষে কাজ করতে ‘মোবাইলে খুদে বার্তা’ পাঠিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম। গতকাল রোববার (২৬ মে) দুপুরে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশাটিতে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁঁইয়া। এ দিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে ‘শোকজ’ করা হয়েছে বলে জানিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অরুণ কৃষ্ণ পাল।
সংবাদ সম্মেলনে চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সংবাদ সম্মেলনে এমদাদুল হক ভূঁঁইয়া লিখিত বক্তব্যে বলেন, আগামী ৫ জুন নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান সরকার উপজেলা পরিষদ নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশ অমান্য করে দোয়াত-কলম প্রতীকের সম্মেলনে আমিনুল ইসলাম শাহানকে দলীয় প্রার্থী বলে প্রচার করে পরিকল্পনা মন্ত্রী তার ব্যবহৃত মোবাইল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের খুদে বার্তা পাঠিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা