কাপাসিয়ায় আলোচিত মোতালেব হত্যায় জড়িতদের শাস্তি দাবি
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ মে ২০২৪, ০১:২২
গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত মোতালেব হত্যাকাণ্ড জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার। একই সাথে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তুলে নেয়ারও দাবি জানানো হয়। গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে নিহতের ভাই প্রকৌশলী আবুল হারিছ জানান, ২০২২ সালের ২৪ ডিসেম্বরে গাজীপুর জেলার কাপাসিয়া থানার ভূবনেরচালা গ্রামে জমিসংক্রান্ত বিরোধে ষাটোর্ধ্ব আব্দুল মোতালিবকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এরপর নিহতের স্ত্রী মমতাজ বেগম কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মাহমুদা ওরফে আছিয়াকে গ্রেফতার করলেও আর কাউকে গ্রেফতার করতে পারেনি। পরবর্তীতে এই হত্যা মামলার আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে তাদের জেলহাজতে পাঠানো হয়। পরে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে বাদি পক্ষের বিরুদ্ধে চুরি, লুটসহ নানা অভিযোগ এনে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলা তদন্ত করে পিবিআই চার্জশিট দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা