বাউফল উন্নয়ন ফোরামের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
- ২৬ মে ২০২৪, ০১:২২
বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে গতকাল উপজেলার জাহাঙ্গীর টাওয়ার অডিটোরিয়ামে ২০২৪ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, অধ্যাপক খালিদুর রহমান, ছাত্রনেতা মাহদী হাসান নাহিদ, কে এম তামিম। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা করেন মেহেন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসাইন খান। এ প্লাসপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন কালাইয়া হায়াতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তী দাস, আবদুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের আবু রায়হান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন তালতলী দাখিল মাদরাসার সুপার মাওলানা আলতাফ হোসাইন, সিদ্দিকুর রহমান, হাফেজ আরিফুল ইসলাম, যুহাইফা আবদুল্লাহ, মোহাম্মদ লিমন, শিল্পী মশিউর রহমান জিহাদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে দুই শতাধিক কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, বই ও সার্টিফিকেট দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় আমি বাউফলের মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে অভিনন্দন জানাচ্ছি তোমাদের অভিভাবক ও শিক্ষকমণ্ডলীকে যাদের অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধানে তোমরা এই কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছো।
তিনি বলেন, তোমরা বড় হয়ে এক দিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, বুদ্ধিজীবী হয়ে দেশকে নেতৃত্ব দিবে। এ জন্য তোমাদের ভালো ছাত্র হওয়ার পাশাপাশি নৈতিকতাসম্পন্ন ভালো মানুষ হতে হবে। কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি।