কিশোরগ্যাং ও চাঁদাবাজমুক্ত আশুলিয়ার দাবিতে মানববন্ধন
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ২৫ মে ২০২৪, ০২:০১
কিশোরগ্যাং ও চাঁদাবাজমুক্ত আশুলিয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।
শুক্রবার বিকেলে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, এরইমধ্যে চাঁদাবাজ এবং কিশোরগ্যাং এর বিরুদ্ধে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার একার পক্ষে এই কিশোরগ্যাং ও চাঁদাবাজমুক্ত করা সম্ভাব নয়। তাই সচেতন মহলসহ আমাদেরকেও এগিয়ে আসতে হবে। অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে আইনানুগ শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।
শ্রমিক নেতা মো: সরোয়ার হোসেনের নেতৃত্বে এবং মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা আল-কামরান, মো: ইব্রাহীম, মো: ঈমন শিকদার, মো: ঈসমাইল হোসেন ঠাণ্ডুু প্রমুখ।