১৬ জুন ২০২৪
`

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযান কেএনএফ'র দুই সদস্য নিহত

-

বান্দরবানের সন্ত্রাসীবিরোধী যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ’র দুই সদস্য নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র। গতকাল বৃহস্পতিবার সকালে চিম্বুক পাহাড়ের শ্যারনপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী। যারা নিহতরা হলেন লাল নু বম (২২) ও থাং পুই বম (১৬)। এদের সবার বাড়ি শ্যারন পাড়ায়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমী ওই এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কথা স্বীকার করেছেন। এদিকে এ ঘটনা নিয়ে এখনো কেএনএফ’র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। স্থানীয়রা জানিয়েছে, সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা কেএনএফ’এর অবস্থানের কথা টের পেয়ে চিম্বুক পাহাড়ের ফারুক পাড়ার কাছে শ্যারন পাড়ায় অভিযান চালায়। এ সময় সেখানে সংঘর্ষে কে এন এফ’এর সাথে সংশ্লিষ্ট দুই সদস্য নিহত হয়। সেখান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত দুই ও তিন এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করছে। অভিযানে এ পর্যন্ত ৮ কেএনএফ সদস্য নিহত হয়েছে এবং ৮৪ জনকে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement