রাসূল সা:-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ
- ২৩ মে ২০২৪, ০০:০৫
বাংলাদেশ দাওয়াহ সার্কেলের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী উদযাপন উপলক্ষে রাসূলুল্লাহ সা:-এর জীবনাদর্শ মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে ‘জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতা-২০২৩’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল রাজধানীর উত্তরায় একটি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং মিডিয়াব্যক্তিত্ব, পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মাদ হেদায়াতুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলাদেশ দাওয়াহ সার্কেলের চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ শফিক উল্লাহ মাদানী।
উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ দাওয়াহ সার্কেলের ভাইস চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাওয়াহ সার্কেলের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আবিদ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মাদ হেদায়াতুল্লাহ বিজয়ীদের উদ্দেশে বলেন, আল্লাহর রাসূল সা:-এর জীবনেই রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই আদর্শ সমাজে প্রতিষ্ঠিত না থাকাই সব ধরনের ফিতনা এবং অধঃপতনের মূল কারণ। এ সমাজকে গড়তে হলে আমাদের আল্লাহর রাসূল সা:-এর জীবনাদর্শের দিকেই ফিরে যেতে হবে। এর বিকল্প কোনো পথ নেই।
উল্লেখ্য, বাংলাদেশ দাওয়াহ সার্কেল প্রতি বছরই সিরাতুন্নবী উদযাপন উপলক্ষে এই আয়োজন করে থাকে। পাশাপাশি স্কুলছাত্রদের নিয়ে আমপারা মুখস্থকরণ প্রতিযোগিতাও এই প্রতিষ্ঠানের একটি নিয়মিত কার্যক্রম। মাসিক দারসুল কুরআন, সমসাময়িক ইস্যু নিয়ে প্রশ্নোত্তর পর্ব আয়োজন, মাসিক আল-কুরআন কুইজসহ নানামুখী দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সমাজের সব বয়স-শ্রেণী-পেশার মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেয়ার কাজ করছে বাংলাদেশ দাওয়াহ সার্কেল। এ বছর এই প্রতিযোগিতায় ৮০০ জনের অধিক রেজিস্ট্রেশন ও ২০০ জনের অধিক প্রতিযোগী ভিডিও আলোচনায় অংশগ্রহণ করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের যথাক্রমে ১৫ হাজার, ১২ হাজার ও ১০ হাজার টাকা এবং ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারীদের প্রত্যেককে পাঁচ হাজার টাকার পাশাপাশি বিজয়ী সবাইকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা