১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

-

নাটোরের বড়াইগ্রাম, চট্টগ্রামের বাঁশখালী ও রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামের রেজুর মোড় এলাকায় বাড়ির পাশের পুকুরে ডুবে হামিম হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়। মৃত হামিম হোসেন বড়াইগ্রাম রেজুর মোড়ের নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন জানান, বিকেলে হামিম বাড়ির পাশে খেলা করছিল। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়িসংলগ্ন পুকুরপাড়ে তার স্যান্ডেল পাওয়া যায়। পরে পুকুরে বড় জাল টানলে তার লাশ উঠে আসে।
পটিয়ার-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে আলী রেজা মোহাম্মদ আবরার (৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি সমদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত আবরার একই বাড়ির নূরুল আফসারের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায ইছামতি খালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোফাচ্ছেল (১১)। গত রোববার বিকেলে পারুয়া ইউনিয়নের আদর্শপাড়া ইছামতিখাল এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পারুয়া ইউনিয়নের বাসিন্দা জনৈক মো: মোজাম্মেল ইছামতিখালে বালু উত্তোলনের কাজ করেন। গত শনিবার বাবা মোজাম্মেলের সাথে শিশু মোফাচ্ছেল ইছামতি খালের বালু উত্তোলন এলাকায় যায়। কাজ শেষে বিকেলে বাবার সাথে বাড়ি ফেরার পথে ইছামতি খালের নৌকা থেকে পড়ে যায় শিশু ১োফাচ্ছেল। ২৩ ঘণ্টা পর রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরির দল ইছামতি খালের পারুয়া আদর্শপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে শিশুর লাশ উদ্ধার করে।

 


আরো সংবাদ



premium cement