কিরগিজস্তানে শিক্ষার্থীদের ওপর হামলায় সরকারের উদ্বেগ
- কূটনৈতিক প্রতিবেদক
- ২০ মে ২০২৪, ০০:০০
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশী শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশী ছাত্রছাত্রীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশী শিক্ষার্থীদের অবস্থা সম্পর্কে খোঁজ নেয়ার জন্য শিগগিরই বিশকেক যেতে বলা হয়েছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিক্যাল শিক্ষার্থীর সাথে স্থানীয়দের সংঘর্ষের জেরে গত শুক্রবার রাতে বিদেশীদের ওপর হামলা শুরু হয়। এতে বিশকেকে বাংলাদেশী শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। সেখানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের অন্তত ৮০০ মেডিক্যাল শিক্ষার্থীর। তারা চার্টার্ড বিমানে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। এ ব্যাপারে তারা বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন। মধ্য এশিয়ার দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে।
বিবৃতিতে বলা হয়েছে, উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস থেকে পরিস্থিতির ওপর গভীর নজর রাখা হয়েছে। কিরগিজস্তানে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থী ও দেশটির সরকারি কর্মকর্তাদের সাথে দূতাবাস অব্যাহতভাবে যোগাযোগ রাখছে। এ পর্যন্ত কোনো বাংলাদেশীর গুরুতর হতাহতের খরব পাওয়া যায়নি। জরুরি প্রয়োজনে দূতাবাসের ফোন নাম্বারে (+৯৯৮৯৩০০০৯৭৮০) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সরকার দূতাবাসের মাধ্যমে কিরগিজ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে।
উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বাংলাদেশী শিক্ষার্থীদের ঘরে থাকার অনুরোধ করা হয়েছে। একই পোস্টে তারিকুল হাসান আসিফ নামের একজন মন্তব্য করেছেন, এখানকার পরিস্থিতি খুবই বিপজ্জনক। এর পেছনে রাজনীতি থাকতে পারে। স্বল্পসময়ের মধ্যে সমস্যার সমাধান হবে না। যত দ্রুত সম্ভব কিরগিজস্তান ছেড়ে যাওয়াই এখন একমাত্র সমাধান। এ ক্ষেত্রে ছাত্রীদের প্রাধান্য দেয়া উচিত।