১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পরিপাকতন্ত্রের মারাত্মক প্রদাহ সৃষ্টিকারী রোগ আইবিডি

-


পরিপাকতন্ত্রের মারাত্মক প্রদাহ সৃষ্টিকারী রোগ ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি বিষয়ক এক সেমিনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ডা: দীন মো: নূরুল হক। আইবিডি মানুষের পরিপাকতন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে থাকে। প্রতি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ১৪ তলায় গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের আইডিবি ক্লিনিকে এ ধরনের রোগীদের চিকিৎসা দেয়া হয়।

গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: দেওয়ান সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রোভিসি অধ্যাপক ডা: মো: মনিরুজ্জামান খান ও অধ্যাপক ডা: মোহাম্মদ আতিকুর রহমান বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপন করেন আইবিডি ক্লিনিকের সমন্বয়ক অধ্যাপক ডা: চঞ্চল কুমার ঘোষ। আরো বক্তব্য রাখেন কলোরেক্টাল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: সাহাদত হোসেন সেখ ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা: মো: রাজীবুল আলম।

সেমিনারে জানানো হয়, আইবিডি দুই ধরনের। আলসারেটিভ কোলাইটিস আইবিডি বৃহদন্ত্রে প্রদাহ তৈরি করে। ক্রোনস ডিজিজ আইবিডি পরিপাকতন্ত্রের মুখ থেকে পায়ুপথ পর্যন্ত আক্রান্ত করতে পারে। আলসারেটিভ কোলাইটিস হলে দীর্ঘদিন ধরে রক্তমিশ্রিত পাতলা পায়খানা হতে পারে। মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য হওয়া, মলদ্বারে ব্যথা ইত্যাদি লক্ষণ থাকতে পারে। ক্রোনস ডিজিজের উপসর্গ হলো পাতলা পায়খানা, পেটব্যথা, ওজন হ্রাস পেতে পারে। এ ছাড়া রক্তমিশ্রিত পাতলা পায়খানাও হতে পারে। জটিলতা হিসেবে খাদ্যনালি সরু হয়ে পেট ফুলে যেতে পারে, খাদ্যনালি ও মলদ্বারে ফিস্টুলা হতে পারে। রোগীর রক্তশূন্যতা, অপুষ্টি ইত্যাদি দেখা দিতে পারে, শরীরে পানি আসতে পারে। আইবিডি হলে রোগীরা চোখের প্রদাহ (চোখ লাল, চোখে ব্যথা) উপসর্গ নিয়ে চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থাকে। এ ছাড়া মুখে ঘা, গিরাব্যথা ও ফোলা ও ত্বকে প্রদাহ ইত্যাদি হতে পারে। আইবিডির আধুনিক ও উন্নত চিকিৎসা বাংলাদেশেই সম্ভব।

সেমিনারে জানানো হয়, আইবিডি ক্লিনিকে এ পর্যন্ত ৫৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তার মধ্যে ক্রোনস ডিজিজ ২৪১ জন এবং আলসারেটিভ কোলাইটিস ৩৩৫ জন। ক্রোনস ডিজিজের মধ্যে পুরুষ ১৬৫ জন, নারী ৭৬ জন, এদের মধ্যে শহরে বসবাসকারী রোগীর সংখ্যা ৪৩ শতাংশ এবং গ্রামে বসবাসকারী রোগীর সংখ্যা ৫৭ শতাংশ। আলসারেটিভ কোলাইটিস রোগীদের মধ্যে পুরুষ ২১৬ জন এবং মহিলা ১১৯ জন। শহরে বসবাসকারী রোগীর সংখ্যা ৪৫ শতাংশ এবং গ্রামে বসবাসকারী রোগীর সংখ্যা ৫৫ শতাংশ। দেশের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে পাওয়া গেছে। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও রাজবাড়ী এই চারটি জেলায় আইবিডি রোগী বেশি পাওয়া গেছে। রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ২০১০ সাল থেকে প্রতি বছর ১৯ মে ‘বিশ্ব আইবিডি দিবস’ পালিত হয়ে আসছে।


আরো সংবাদ



premium cement