১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তীব্র জ্বর নিয়ে হাসপাতালে সৌদির বাদশাহ

-

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ফের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। খবর সৌদি গেজেটের।
সৌদি আরবের রয়্যাল কোর্ট রোববার জানায়, বাদশাহ তীব্র জ্বরে ভুগছেন। তিনি অস্থিসন্ধির ব্যথায়ও কষ্ট পাচ্ছেন। এ অবস্থায় স্বাস্থ্য পরীক্ষার জন্য জেদ্দার আল সালামের রয়্যাল ক্লিনিকে তাকে নেয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন। তারা বাদশাহকে পর্যবেক্ষণে রেখে পরীক্ষা-নিরীক্ষা করছেন। তার ডায়াগনস্টিক রিপোর্ট অনুযায়ী চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। এক মাসের কম সময়ের মধ্যে বাদশাহ সালমানকে হাসপাতালে আনতে হলো। এর আগে এপ্রিলে মেডিক্যাল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেয়া হয়।

২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন ৮৮ বছর বয়সী বাদশাহ সালমান। তখনই তিনি বয়সের ভারে কাবু ছিলেন। পরে ২০১৭ সালে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর পর থেকে তিনি সৌদির সব খাত নিয়ন্ত্রণ করছেন। সৌদি রাজপরিবারের অসুস্থতার খবর খুব একটি প্রকাশ করা হয় না। কিন্তু বাদশাহর অসুস্থতার খবরটি কর্তৃপক্ষই প্রকাশ করছে।

 


আরো সংবাদ



premium cement