ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে : বাংলাদেশ খেলাফত মজলিস
- ১৯ মে ২০২৪, ০০:০০
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, ফিলিস্তিনের স্বাধীন ভূমিতে মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলা এখনো অব্যাহত রয়েছে। হামলায় অসংখ্য নারী ও পুরুষ আহত ও নিহত হচ্ছে। এমনকি সন্ত্রাসীরা ত্রাণবাহী গাড়িতে ও ত্রাণ নিতে আসা লোকজনের ওপর হামলা করছে। বিশ্ব মোড়ল ও মানবাধিকার সংস্থাগুলো নিরব ভূমিকা পালন করছে। ইসরাইলের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভূমিকা এবং ইসরাইলের পণ্য বয়কট করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ ব্যাংকে কী হচ্ছে, আমরা জানি না। মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করে পাচার হয়ে যাচ্ছে এবং সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিষয়টি দুঃখজনক। এভাবে দেশের অর্থনীতি ধ্বংস করা জনগণ মেনে নিবে না।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নুর, মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ। বিজ্ঞপ্তি।