টিএমএসএসের সাবেক পরিচালকের জেল ও জরিমানা
- বগুড়া অফিস
- ১৭ মে ২০২৪, ০০:০০
প্রতারণামূলকভাবে টিএমএসএসের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় টিএমএসএসের সাবেক পরিচালক মো: মশিউল ইসলাম টিপুর বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার মামলার রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ জরিমানার রায় ঘোষণা করেছেন আদালত ।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।
মামলাসূত্রে জানা গেছে, টিএমএসএসের সাবেক পরিচালক মো: মশিউল ইসলাম টিপু সংস্থায় কর্মকালীন টিএমএসএস কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে নতুন ব্যবসা পাইয়ে দেয়ার নামে সংস্থা হতে নগদে পাঁচ কোটি টাকা গ্রহণ করেন।
পরবর্তীতে কোনো ব্যবসা ও নগদ অর্থ ফেরত না দিলে কর্তৃপক্ষ বারংবার তাকে তাগাদা দেন। এরপর তিনি বিভিন্ন তারিখে পাঁচ কোটি টাকা দশ কিস্তিতে পরিশোধের জন্য দশটি চেক প্রদান করেন। এসব চেক উল্লিখিত তারিখে ব্যাংকে জমা প্রদান করলে সব চেক ডিজঅনার হয় এবং প্রতিষ্ঠানের পক্ষে মো: খলিলুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা