ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলর ফারুক হাসানের ইন্তেকাল
- ময়মনসিংহ অফিস
- ১৭ মে ২০২৪, ০০:০০
ময়মনসিংহ সিটি করপোরেশনের আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: ফারুক হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি ভারতের একটি হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেন। গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বাদ এশা নগরীর বড় মসজিদে জানাজা শেষে কালিবাড়ি কবরস্থানে দাফন করা হয়। ফারুক হাসান ময়মনসিংহ পৌরসভার দু’বার এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের দু’বার কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃত্ব দেন। কাউন্সিলর ফারুক হাসানের মৃত্যুতে মোহিত উর রহমান শান্ত এমপি, সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা