১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে সেলসম্যানকে কুপিয়ে হত্যার অভিযোগে দুইজনের মৃত্যুদণ্ড

-

রাজশাহীতে মোবাইল ফোন বিক্রির দোকানের সেলসম্যানকে কুপিয়ে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহা: মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়ার মৃত সানাউল্লাহর ছেলে আমিনুল ইসলাম ওরফে শাওন (৩০) ও বালিতিতা ইসলামপুর গ্রামের আকমল হোসেনের ছেলে মাসুদ রানা (২৬)। এ ছাড়া একই মামলায় মেহেদী হাসান রকি (২৫) নামে আরো এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
নিহত জহুরুল ইসলামের (২৩) গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে। তার বাবার নাম রফিকুল ইসলাম। জহুরুল বাঘার পানিকামড়া বাজারের মেহেদী হাসান মনির টেলিকম ও ইলেকট্রনিক্সের দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করতেন। ২০২১ সালের ৫ জানুয়ারি একটি আম বাগানে জহুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশি তদন্তে উঠে আসে স্মার্টফোন বিক্রির পাওনা টাকা চাওয়ায় জহুরুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

আদালতের রাষ্ট্রপরে কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু গণমাধ্যমকে জানান, আসামি মাসুদ রানা ও শাওন নিহত জহুরুলের কাছ থেকে ব্যবহারের জন্য বাকিতে তিনটি স্মার্টফোন কিনেছিলেন। জহুরুল পাওনা টাকার জন্য প্রায়ই তাদের চাপ দিতেন। কিন্তু মাসুদ ও শাওন কোনোভাবেই সেই টাকা জোগাড় করতে পারছিলেন না। তাই তারা জহুরুলকে হত্যার পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে ২০২১ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় টাকা দেয়ার নাম করে কৌশলে জহুরুলকে একটি আমবাগানে ডাকা হয়। জহুরুল সেখানে গেলে শাওন ও মাসুদ তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এরপর জহুরুলের কাছে থাকা ২৮টি মোবাইল স্মার্টফোন ও নগদ ২৫ হাজার টাকা লুট করে তারা পালিয়ে যান। তারা লুটকৃত স্মার্ট ফোনগুলো অন্য আসামি রকির কাছে রাখেন।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার ৯৩টি ক্ষেপণাস্ত্র হামলা ‘জামায়াত দেশের সকল স্তরে নৈতিকতা সম্পন্ন প্রতিনিধি দিতে চায়’ হেলাল হাফিজের মৃত্যুতে ফখরুলের শোক দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ও সমানুপাতিক প্রতিনিধিত্ব : একটি প্রস্তাব ঐক্যবদ্ধ বাংলাদেশের মুখে ভারত খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন এবং বিবিধ প্রসঙ্গ ফ্রাঁসোয়া বায়রুকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ঘোষণা ভিটিলিগো ভিকটিম মানসিক ঝুঁকিতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পূর্বপরিকল্পনা মূল্যায়ন করছে ট্রাম্প প্রশাসন চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ‘স্বৈরশাসকের দোসররা এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র করছে’

সকল