ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে জ্যাকব-নীরার ৩ মামলাই আদালতে খারিজ
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৫ মে ২০২৪, ০১:৫৮
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে জ্যাকব-নীরার করা তিনটি মামলাই খারিজ করে দিয়েছেন আদালত। নিউ ইয়র্ক থেকে একজন সংবাদদাতা জানান, সোমবার নিউ ইয়র্কের কুইন্স ক্রিমিনাল কোর্টে তিনটি মামলার শুনানি শেষে আদালত এ রায় দেন। রায়ে বলা হয়, ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অনলাইন অ্যাক্টিভিস্ট সাব্বিরুল তালুকদার ওরফে জ্যাকব মিল্টন ও মনাক্কা খাতুন ওরফে নীরু এস নীরা তিনটি মামলা দায়ের করেন।
পুলিশের কাছে করা এসব মামলার বিবরণে বলা হয়, ইলিয়াস হোসাইন টেলিফোনে সাব্বিরুল ও মনাক্কাকে হত্যা-ধর্ষণ এবং বোমা মেরে বাড়ি উড়িয়ে দেয়ার হুমকি দেন। কিন্তু ইলিয়াস হোসাইনের কল লিস্টের সাথে বাদিদের বর্ণনা না মেলায় আদালত মামলাগুলো খারিজ করে দেন। সেই সাথে আদালত বাদিদের সুরক্ষার আদেশটিও (অর্ডার অব প্রোটেকশন) বাতিল করে দেন।
এর আগেও জ্যাকব-নীরা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপে সেই মামলাটি তুলে নেয় তারা। এছাড়া বাংলাদেশ সোসাইটি, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের করা মামলা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা