১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই : বাদশা এমপি

-

রাজশাহী-২ (সদর) আসনের এমপি শফিকুর রহমান বাদশা বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের জ্ঞানার্জন ও যুগোপযোগী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাদশা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু করেন তখন উন্নয়নবিরোধী শক্তি কটূক্তি করে বলতো ডিজিটাল আলু-বেগুনের দাম কত? এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে। আর স্মার্ট বাংলাদেশের নাগরিক মানে এ নয় যে, টাইটুই লাগিয়ে, হাফ প্যান্ট পরা স্মার্ট।
তিনি বলেন, অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সব বাধাবিপত্তি মোকাবিলা করে আধুনিক জ্ঞানপ্রযুক্তির উৎকর্ষতার মধ্য দিয়ে ২০৪০ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো: শওকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা: আব্দুল খালেক, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাচাঁদ শীল, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী, ছাত্রকল্যাণ পরিষদের নির্বাচন কমিশনার ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামাল হোসেন শাহ ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

 


আরো সংবাদ



premium cement