১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হালুয়াঘাটে ভারতীয় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

-

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বুনো হাতির আক্রমণে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম আলতাফ উদ্দিন (৭০)। সে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের বানাই চিরিঙ্গিপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
জানা যায়, গত রোববার গভীর রাতে আলতাফ উদ্দিন ধোপাজুরি পাহাড়ের ঢালে আবাদ করা বোরো ক্ষেতের পাকা ধান কেটে রেখেছিলেন। ছেলে হানিফকে নিয়ে ক্ষেত পাহারা দিতে যান তিনি। রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি হাতি ক্ষেতে আক্রমণ চালালে হানিফ দৌড়ে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হলেও হাতির আক্রমণের শিকার হয় আলতাফ।
স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে আলতাফকে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য আক্কাস আলী জানান, গত কয়েক বছর সীমান্তবর্তী এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। হাতির আক্রমণে কিছুদিন পরপর মানুষ মারা যাচ্ছে।
ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম জানান, নিহত কৃষকের পরিবার বন বিভাগ বরাবর আবেদন করলে নিহতের পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা প্রদান করা হবে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মাহবুবুল হক বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরো সংবাদ



premium cement