১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাহজাদপুরে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

-

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর যমুনা নদীর কিনারায় গর্তের মধ্য থেকে দুই শিশুরা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সম্পর্কে খালাতো ভাই। রোববার দুপুরের দিকে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো- শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বকর (৫) ও তার খালাতো ভাই ইয়াসিন (৬)। পুলিশের ধারণা, পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জালালপুর এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্পের সিসি ব্লক তৈরি কাজ চলছিল। রোববার দুপুরের দিকে ব্লক নির্মাণের স্থানে তৈরি হওয়া ছোট গর্তের মধ্যে ওই দুই শিশুর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

 


আরো সংবাদ



premium cement