মালয়েশিয়ায় কায়েদ ফাউন্ডেশনের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা
- মালয়েশিয়া প্রতিনিধি
- ০৯ মে ২০২৪, ০০:৪১
মালয়েশিয়া কায়েদ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৪ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় হোটেল জি টাওয়ারের বলরুমে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের কলরব ইসলামী শিল্পীগোষ্ঠীর দুই সদস্য। ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশের দুইজন সম্মানিত শায়েখ।
মালয়েশিয়া কায়েদ ফাউন্ডেশনের আহ্বায়ক মো: মঞ্জু খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইব্রাহিম খলিল ও সদস্যসচিব মো: রমজান আলী। প্রধান অতিথি ছিলেন হজরত মাওলানা শায়েখ সাদিকুর রহমান আজহারী, বিশেষ অতিথি ছিলেন হজরত মাওলানা কারি আব্দুর রহিম মাদানী। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কলরব শিল্পী গোষ্ঠীর হজরত মাওলানা মুফতি সাঈদ আহমাদ এবং হজরত মাওলানা বদরুজ্জামান।
কায়েদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. ফয়জুল হক বলেন, হজরত কায়েদ সাহেব হুজুর (রহ:) একজন হক্কানী আলেম, দার্শনিক ও মোজাদ্দেদ ছিলেন। তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করেছেন। মুসলমানদের ঐক্যবদ্ধ জীবন প্রতিষ্ঠার অগ্রনায়ক ছিলেন হজরত কায়েদ সাহেব হুজুর (রহ.)।
মাহফিলে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির মো: মোরাদ হোসেন, মো: রাসেল রানা, মো: খোকন, মো: গোলাম কবির, মো: রাজু, মো: মিজান বেপারী, মো: জহিরুল ইসলাম টিটু, মো: রিয়াজ মাহমুদ, মো: জহিরুল ইসলাম জনি, মো: জাহাঙ্গীর হাওলাদার, মো: হুমাউন, মো: নাসির উদ্দিন, কে এ সবুজ এবং ইকবাল হোসেন, হানিফ মিয়া প্রমুখ।
ইসলামী সঙ্গীত ও আলোচনা শেষে সমগ্র মুসলিম উম্মাহ এবং ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের ওপর রহমত কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, হজরত মাওলানা শায়েখ সাদিকুর রহমান আজহারী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা