চুরির অভিযোগে রাশিয়ায় মার্কিন সেনা গ্রেফতার
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৮ মে ২০২৪, ০০:৩১
রাশিয়ায় গ্রেফতার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক সেনা। আদালত তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে। ভøাদিভস্তোক আদালতের প্রেস অফিসের বরাত দিয়ে মঙ্গলবার রাশিয়ার সংবাদ সংস্থা রিয়া (আরআইএ) এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, আদালত ওই সেনার নাম গরডন ব্ল্যাক বলে জানিয়েছে এবং তাকে আগামী ২ জুলাই পর্যন্ত বন্দী রাখার নির্দেশ দিয়েছে। রয়টার্স।
যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর পক্ষ থেকে সোমবার বলা হয়, তারা তাদের এক সেনাসদস্য রাশিয়ায় আটক হওয়ার খবর জানতে পেরেছে। তবে তারা তাদের আটক সেনাসদস্যের নাম প্রকাশ করেনি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আটক সেনাসদস্য দক্ষিণ কোরিয়ায় দায়িত্বরত ছিলেন। অন্য এক মার্কিন কর্মকর্তা বলেন, আটক সেনাসদস্যের বিরুদ্ধে একজন নারীর কাছ থেকে অর্থ চুরির অভিযোগ উঠেছে। রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা