১ ডিগ্রি তাপমাত্রা বাড়লে ৫ শতাংশ অপরিণত শিশু জন্মে
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ মে ২০২৪, ০০:০৮
তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ৫ শতাংশ শিশু জন্মের ঝুঁকি ৫ শতাংশ বাড়ে। এই হার সর্বোচ্চ ১৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতর ইউনিসেফের সহায়তায় তীব্র তাপদাহসংক্রান্ত অসুস্থতা মোকাবেলায় একটি জাতীয় নীতিমালা চালু করেছে। গতকাল রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নীতিমালার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্তলাল সেন। এতে বলা হয়,অন্তঃসত্ত্বা নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে উচ্চ তাপজনিত স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দিতেই এ উদ্যোগ। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে বাংলাদেশের ক্ষতি ক্রমেই বাড়তে থাকায় এ উদ্যোগ শিশুদের নিরাপদ রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আয়োজকরা জানিয়েছেন। ২০২১ সালে চালু হওয়া ইউনিসেফের ‘সুস্থ শিশুর জন্য সুস্থ পরিবেশ’ শীর্ষক বৈশ্বিক কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে ইউনিসেফের সহায়তায় স্বাস্থ্য অধিদফতরের তৈরি এই ধরনের নীতিমালা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে অরক্ষিত জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে প্রাথমিক স্বাস্থ্যসেবা পদ্ধতির গুরুত্ব তুলে ধরে। নীতিমালায় বলা হয়েছে, তাপপ্রবাহের সময় অপরিণত শিশু জন্মের ঝুঁকি অনেক বেশি; অর্থাৎ তাপপ্রবাহ যত বেশি এবং যত তীব্র হবে ঝুঁকি তত বাড়বে। বাংলাদেশে অপরিণত শিশুজন্মের হার বিশ্বে সবচেয়ে বেশি ১৬.২ শতাংশ এবং তাপপ্রবাহে এটি আরো বাড়ে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মুহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা