বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ মে ২০২৪, ০০:১৫
রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে অজ্ঞাত (৩৫) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পরিচয়দানকারী জামাল নামে এক ব্যক্তি পলাতক রয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডা সাতারকুল পূর্ব পদরদিয়া এলাকার একটি ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসিন গাজী বলেন, ওই বাড়ির মালিক নুর হোসেন জানান চলতি মাসের এক তারিখ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জামাল নামে এক রিকশাচালক ওই বাসাটি ভাড়া নেন। শুক্রবার বিকেল থেকেই তাদের কোনো আনাগোনা চোখে পড়েনি। শনিবার সকালে ওই বাড়ির মালিক অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে প্রবেশ করে ওই নারীর অর্ধগলিত লাশ দেখতে পান। ওসি বলেন, লাশের কোথাও কোনো আঘাতের চিহ্নহ্ন দেখা যায়নি। অতিরিক্ত গরমে লাশটি পচতে শুরু করেছে। প্রাথমিকভাবে আমরা ওই নারীর পরিচয় জানতে পারিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা