উপজেলা নির্বাচন পারিবারিক খেলায় পরিণত হয়েছে : সুরঞ্জন ঘোষ
- ০৫ মে ২০২৪, ০০:০০
সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি ও ৯০ এর ছাত্র গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা সুরঞ্জন ঘোষ গতকাল এক বিবৃতিতে বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচনে জনগণের কোনো আগ্রহ বা উদ্দীপনা নেই। কারণ এটি একটি পারিবারিক নির্বাচনে পরিণত হয়েছে। এই নির্বাচনে মন্ত্রী ও এমপিদের প্রকাশ্য হস্তক্ষেপের বিষয়টিকে মানুষের মধ্যে আওয়ামী লীগের নিজস্ব খেলায় পরিণত করেছে। এই নির্বাচনে দেশবাসীর কোনো স্বার্থ নেই।
সুরঞ্জন ঘোষ আরো বলেন, দেশে রাজা-বাদশাহর শাসন চলছে। রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকার ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটের অধিকার নেই। সরকার বিরোধীরা কথা বলতে পারে না। সংবাদপত্রের স্বাধীনতা নেই। দেশের বাজার ও ব্যাংক ব্যবস্থা চলে গেছে চোর-ছেঁচড়াদের নিয়ন্ত্রণে। এই সরকারকে একটি সর্বাত্মক গণ-অভ্যুত্থান করে সরানো ছাড়া দেশবাসীর সামনে আর কোনো বিকল্প নেই। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা