প্রফেসর ড. ইকবাল হোসাইনের ইন্তেকাল
- ০৫ মে ২০২৪, ০০:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ন ম ইকবাল হোসাইন গত শুক্রবার রাত ২টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া শোক জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এ ছাড়াও, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান এবং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: আকতার হোসেন শোক ও সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা