এ জে মোহাম্মদ আলীর লাশ ঢাকায় : আজ জানাজা ও দাফন
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ মে ২০২৪, ০১:৫৩
সাবেক অ্যাটর্নি জেনারেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র আইনজীবী মরহুম এ জে মোহাম্মদ আলীর লাশ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় তার লাশ সিঙ্গাপুর থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন।
মরহুম এ জে মোহাম্মদ আলীর প্রথম নামাজে জানাজা আজ শনিবার বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, প্রথিতযশা আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট আবদুল জামিল (এ জে) মোহাম্মদ আলী বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
এ জে মোহাম্মদ আলীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা