কাশিয়ানীতে শ্মশানের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
- বাসস
- ০৪ মে ২০২৪, ০১:৫৩
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে শ্মশানের সরকারি জমি দখল করে নির্মিত বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: আল-ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদরের শ্মশানঘাট এলাকায় ওয়াল শেড টিনের তিনটি ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
কাশিয়ানী তহসিল অফিস জানিয়েছে, বেশ কয়েক বছর আগে স্থানীয় অসিউর রহমান চুন্নুু, আকমাল হোসেন ও মো: শাহজাহান উপজেলার শ্মশানঘাট এলাকায় সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিল। তাদের বহুবার জায়গা ফাঁকা করার নোটিশ দিলেও তা না করে ওই সম্পত্তিতে নিজেদের মালিকানা দাবি করে। অবশেষে বাড়ি তিনটি বুলড্রেজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারের দখলে নেয়া হয়েছে।