মুন্সীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:১৪
মুন্সীগঞ্জ সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (২২) নামের এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার রামপালের গোবিন্দপুর ও মহাকালী ইউনিয়নে নৈরপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়ার বাড়ি নেত্রকোনা জেলায়। আহত মনা (৫৫) ও সামিনুর (৪০) নামের দুই শ্রমিককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতল থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। ফজলু (৩৫) নামের অপর আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে রামপাল ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মৃত মহিউদ্দিন দালালের ছেলে মোস্তফা আলমের বাড়িতে সাত শ্রমিক সয়েল টেস্টের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে দগ্ধ হয় সুমন, মনা ও ফজলু তিন শ্রমিক। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে। এ দিকে একই দিন সকাল ৯টার দিকে মহাকালী ইউনিয়নের নুর পুকুরপাড় গ্রামে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় সামিনুর রহমান নামের এক নির্মাণ শ্রমিক। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কালাম প্রধান জানান, দুই ঘটনায় সুমন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অপর আহত সামিনুর, মনার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। এর মধ্যে সামিনুরের শ্বাসনালি দ্বগ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা