ঢাবি ভিসির সাথে ঢাকার মার্কিন দূতাবাসের কাউন্সিলরের সাক্ষাৎ
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:১৩
ঢাকার মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলির নেতৃত্বে ৪-সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইংরেজি ভাষা ও সাহিত্য, তথ্যপ্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় কার্যক্রম আরো গতিশীল করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কিন সরকার প্রদত্ত অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ফুলব্রাইট স্কলারশিপে’র সংখ্যা আরো বৃদ্ধির ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এস এম মাকসুদ কামালকে অবহিত করেন। এ ছাড়া তিনি মার্কিন দূতাবাসের উদ্যোগে আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য এক ‘এডুকেশন ফেয়ার’ আয়োজনের ব্যাপারে উপাচার্যের সাথে ফলপ্রসূ আলোচনা করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা