ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শেষ আজ
- বরিশাল ব্যুরো
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:১৩
ছোট ইলিশ মাছকে বেড়ে ওঠার সুযোগ দিতে দক্ষিণাঞ্চলের পাঁচ অভয়াশ্রমে দুই মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মঙ্গলবার। ফলে পদ্মা ও মেঘনা, কালাবদর, তেঁতুলিয়া নদীসহ এ অভয়াশ্রমগুলোতে মঙ্গলবার মধ্যরাত থেকে মাছ শিকার করতে নামবেন জেলেরা। সোমবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। গত কয়েক দিন ধরে দক্ষিণাঞ্চলের জেলেরা সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
নৃপেন্দ্র নাথ বিশ্বাস আরো বলেন, নিষেধাজ্ঞার এ সময়টাতে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জাটকা বেড়ে ওঠার সুযোগ দিতে এই অভয়াশ্রমগুলোতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমরা প্রচার চালিয়েছি। নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে। গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৯২ কিলোমিটার জলসীমায় এ নিষেধাজ্ঞা বহাল ছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা