জেলের ছদ্মবেশে পুলিশের অভিযানে উদ্ধার হলো সাড়ে ১২ লাখ ইয়াবা
- কক্সবাজার অফিস
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:১৩
কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে একদল পুলিশ নৌপথে মাদকের চালান ধরতে অভিযান চালিয়ে সফল হয়েছেন। অভিযানে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। তবে মাদক পাচারকারী চক্রের সদস্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে।
গতকাল রোববার রাত ১০ টা থেকে গতকাল সোমবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার খুটাখালী নদীতে এ অভিযান চালানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, রোববার রাতে একাধিক বিশ্বস্ত সোর্স থেকে খবর আসে সাগরপথ হয়ে একটি ট্রলারে করে খুটাখালী নদী পথ দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। এ খবর পাওয়া মাত্রই চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকীব উর রাজাসহ আমি নিজে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশ ধারণ করে অভিযান শুরু করি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা