আল্লামা জুলকারনাইনের ইন্তেকাল
- হাটহাজারী সংবাদদাতা
- ৩০ এপ্রিল ২০২৪, ০০:০৭
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার অন্যতম প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস জমিরুদ্দীন রহিমাহুল্লার নাতি, আল্লামা হাফেজ কারি ইলিয়াস মানতেকী জমিরী রহ:-এর ছোট ভাই, চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা ও নাজিরহাট বড় মাদরাসার সাবেক মুহাদ্দিস আল্লামা জুলকারনাইন রহ: (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন রোববার রাতে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য ছাত্র গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও দাফন : নিজ বাড়ি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় গতকাল সোমবার বাদ জোহর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামীম ও হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা শোয়াইব জমিরী।
জানাজা শেষে হাটহাজারী মাদরাসার পাশে পারিবারিক কবরে মরহুমকে দাফন করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা