চট্টগ্রামে ১২ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ
- চিট্টগ্রাম ব্যুরো
- ২৮ এপ্রিল ২০২৪, ০০:৫৪
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ মেট্রিক টন চোরাই বিটুমিনসহ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, দক্ষিণ নালাপাড়া এলাকায় একটি গোডাউনে অবৈধ উপায়ে বিক্রির উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ১২ টন চোরাই বিটুমিন উদ্ধার করা হয়। বিটুমিন পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। জড়িত থাকার অভিযোগে সুমন চন্দ্র দে (৩৮) ও মো: আবদুল্লাহ আজিজকে (৪০) আটক করে।
আটককৃতরা র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, অবৈধ উপায়ে বিটুমিন সংরক্ষণ করে এবং অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে তারা।