ছয় মামলায় গয়েশ্বরের জামিন
- নিজস্ব প্রতিবেদক
- ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৩
রাজধানীর পল্টন ও রমনা থানায় নাশকতার অভিযোগে করা ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। ছয় মামলার মধ্যে পল্টন থানার চার ও রমনা থানার দুটি মামলা রয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
গয়েশ্বরের আইনজীবী আবদুল হান্নান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২২ জানুয়ারি ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগে করা পৃথক ছয় মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহেমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে গয়েশ্বর চন্দ্র রায় হাজির হয়ে আগাম জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা