জিরো পয়েন্টে বাস ট্রাক সংঘর্ষে একজন নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
রাজধানীর জিরো পয়েন্টে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আয়েশা বেগম (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল রোববার ভোর পৌনে ৬টার সময় আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস ও সিমেন্টবাহী কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, নিহত আয়েশা গাজিপুরের একটি গার্মেন্ট শ্রমিক। গতকাল গাজিপুরে যাবেন বলে গুলিস্তান থেকে আজমেরী গ্লোরী পরিবহনের ওই বাসে ওঠেন। বাসটি জিরো পয়েন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আয়েশাসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আয়েশাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা