কাবুলে মিনিবাসে বোমা হামলায় নিহত ১
- নয়া দিগন্ত ডেস্ক
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। আফগান পুলিশের বরাত দিয়ে এএফপি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ঐতিহাসিকভাবে নিপীড়িত শিয়া হাজারা সম্প্রদায়ের একটি ছিটমহলের কাছে কোট-ই-সাঙ্গি এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়। এলাকাটি অতীতে সন্ত্রাসবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তু ছিল। এএফপি।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান শনিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, ‘একটি মিনিবাসে বোমাটি রাখা হয়েছিল। গাড়ির চালক প্রাণ হারিয়েছেন এবং আরো তিনজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।’ নিরাপত্তাকর্মীরা ঘটনাটি তদন্ত করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অন্য দিকে ইসলামিক স্টেট (আইএস) তাদের টেলিগ্রাম চ্যানেলে এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, হাজারাদের বহনকারী একটি মিনিবাস তালেবান চেকপয়েন্টের মধ্য দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা