চট্টগ্রামে র্যাবের নামে চাঁদা আদায়কালে গ্রেফতার ৪
- চট্টগ্রাম ব্যুরো
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
চট্টগ্রাম নগরে র্যাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পাহাড়তলী থানার এ-ব্লক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। রোববার র্যাব ৭-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মোহাম্মদ শফি (৫৮), মো: আবুল কালাম আজাদ (৫৪), মো: রাশেদ (৩২) ও মো: শাকিল (২৮)।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, পাহাড়তলী এলাকায় মোহাম্মদ শফি তার অন্যান্য সহযোগীকে নিয়ে এ-ব্লক বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় বিভিন্ন বাস, টেম্পো ও সিএনজি অটোরিকশাচালকদের গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করেন। র্যাবের নাম ভাঙিয়ে তারা চাঁদা দাবি করতেন।