১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


দুধ বেচে কোটিপতি!

-

গাধার দুধ বিক্রি করে বছরে কোটি টাকা আয় করছেন ধীরেন সোলাঙ্কি নামে এক যুবক। তার কাছে ৪২টি গাধা রয়েছে। ভারতের গুজরাটের পাটান জেলার বাসিন্দা ধীরেন। ধীরেন জানিয়েছেন, গাধার এক লিটার দুধ বিক্রি হয় পাঁচ হাজার টাকায়। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে গাধার দুধের চাহিদা ব্যাপক। ওই রাজ্যগুলোতে তিনি গাধার দুধ সরবরাহ করে মাসে ২-৩ লাখ টাকা আয় করছেন। কেন তিনি এই ব্যবসায় এলেন, কিভাবে এই পরিকল্পনা এলো, সেই সম্পর্কেও জানিয়েছেন গুজরাটের এই যুবক।
ধীরেন জানিয়েছেন, তিনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন। কিন্তু তা আর কপালে জোটেনি। অবশেষে বেসরকারি একটি সংস্থায় কাজ জুটিয়েছিলেন। কিন্তু যে বেতন পেতেন তিনি, তা দিয়ে সংসার খরচ চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। তার কথায়, ‘তখনই অন্য কিছু করার ভাবনা মাথায় আসে। জানতে পারি, দক্ষিণ ভারতে গাধার দুধের চাহিদা খুব বেশি। ব্যস, সেই থেকেই ঠিক করে নিয়েছিলাম, চাকরি ছেড়ে গাধার দুধের ব্যবসাই করব।’
ধীরেন আরো জানান, এর পরই বেশ কয়েক জনের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি। ব্যবসায় ২২ লাখ টাকা বিনিয়োগ করে ২০টি গাধা কেনেন ধীরেন। তারপর একটি খামার তৈরি করেন। এখন সেই খামার থেকেই প্রতিদিন দুধ সরবরাহ করা হচ্ছে দক্ষিণের রাজ্যগুলোতে। ধীরেন জানিয়েছেন, এক লিটার গাধার দুধের দাম ৫-৭ হাজার টাকা। গুঁড়ো হিসাবেও এই দুধ বিক্রি করা হয়। যার এক কেজির দাম এক লাখ টাকা। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার গাজা যুদ্ধ : বিভক্ত হয়ে পড়েছে ইসরাইলি মন্ত্রিসভা রূপপুরসহ ১০ প্রকল্পে বরাদ্দ ৫২ হাজার কোটি হোসেনপুরে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে ৩০ শিক্ষার্থী উন্নত বিশ্বকে কার্বন নিঃসরণ কমানোর দিকে মনোযোগ দিতে পরিবেশমন্ত্রীর আহ্বান হজ কার্যক্রম সহজ করতে ১৬টি ভাষায় ১৫টি সচেতনতামূলক নির্দেশিকা  চীন সফর থেকে কী চান পুতিন? বগুড়ায় কোল্ড স্টোরে ৫ লাখ ডিম, জরিমানা আদায় টাচেলকে আগামী মৌসুমেও দলে রাখার চেষ্টা করবে বায়ার্ন চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী আলো দূষণ কী এবং এর প্রভাবে কী কী ক্ষতি হয়

সকল