বাল্টিমোর সেতু পুনঃনির্মাণের প্রতিশ্রুতি বাইডেনের
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
বাল্টিমোর সেতু পুনঃনির্মাণে সর্বাত্মক চেষ্টার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সেতু ধসের ঘটনাস্থল পরিদর্শনের সময় এ মন্তব্য করেন তিনি। সেতু ধসের এ ঘটনায় ছয়জন নিহত হয়েছিলেন। ফ্রান্সিস স্কট ব্রিজ নামের এই সেতুর ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে বাইডেন বলেন, ‘আমি এখানে বলতে এসেছি, আপনাদের দেশ আপনাদের সাথে আছে।’ এখনো আঘাতকারী বিশাল পণ্যবাহী জাহাজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ভেঙে পড়া সেতুটি। এএফপি ।
নির্বাচনের বছরে অর্থনৈতিক বিপর্যয় সীমিত করার চেষ্টা করছে বাইডেন প্রশাসন। বাইডেন বলেন, আগামী মে মাসের শেষের দিকে আমেরিকার বৃহত্তম বন্দরগুলোর একটিতে সরাসরি প্রবেশ করতে পারে এমন একটি নতুন চ্যানেল খুলে দেয়া হবে। গত ২৬ মার্চ বাল্টিমোর হারবারে দুর্ঘটনার ব্যাপকতার মাত্রা আকাশ থেকে দেখার জন্য মার্কিন প্রেসিডেন্ট নিজের হেলিকপ্টার মেরিন ওয়ানে করে সেতুর ধ্বংসাবশেষের উপর দিয়ে উড়ে যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা