জিতেছে রোনালদোর আল নাসর
- ক্রীড়া ডেস্ক
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
সৌদি প্রো লিগের জয়যাত্রা অব্যাহত রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের। দামাকের বিপক্ষে গত পরশু জিতেছে পর্তুগিজ তারকার দল। এ দিন ম্যাচের ৬৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। পরপর দুই ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে দাপুটে জয় পেয়েছিল আল নাসর। তবে দামাকের সাথে ম্যাচে পয়েন্ট হারাতে বসেছিল তারা। ম্যাচে যোগ করা সময়ের প্রথম মিনিটে আয়েমেরিক লাপোর্তে গোল করে ১-০-তে জয় এনে দেয় আল নাসরকে। দিনের অন্য ম্যাচে আল-খালেজকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আল হিলাল।
চলতি মৌসুমে লিগ শিরোপা জয় হয়তো সম্ভব নাও হতে পারে রোনালদোর দল আল নাসরের। প্রো লিগে ইতোমধ্যেই ২৭ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল হিলাল। সমান ম্যাচ শেষে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান আল নাসরের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা