চাটমোহর শাহী মসজিদের মূল্যবান ডেক্সি বিক্রির অভিযোগ
- চাটমোহর (পাবনা) সংবাদদাতা
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
প্রত্নতত্ত্ব অধিদফতরের নিয়ন্ত্রণাধীন পাবনার চাটমোহর উপজেলার ইতিহাস ঐতিহ্যবাহী শাহী মসজিদের ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী রান্না করার ড্যাক (ডেক্সি) বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকাবাসীর ও স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পাবনার চাটমোহরে ৪৪২ বছরের ঐতিহ্য নিয়ে আজো ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে তিন গম্বুজবিশিষ্ট শাহী মসজিদ। মসজিদটি বাংলার মুসলিম স্থাপত্যে একটি নতুন অধ্যায় সংযোজন করে। মসজিদের শিলালিপি থেকে জানা যায়, বিশাল এই মসজিদ বিখ্যাত সুলতান সৈয়দ বংশীয় প্রধান সৈয়দ আবুল ফতে মুহাম্মদ মাসুম খানের সময় নির্মিত হয়। মূল শিলালিপিটি রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মূল্যবান ডেক্সি দু’টি গত ২৪ মার্চ সকালে বিক্রির জন্য বের করে দেন মসজিদ কমিটির সদস্য বরদানগর দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিম হোসেন। পাবনা নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করা হয়েছে। এলাকাবাসীর দাবি ডেক্সি দু’টি শত বছরের অধিক পুরাতন ও প্রত্নতত্ত্ব অধিদফতরের সম্পদ।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হক বলেন, ডেক্সি দু’টি পুরাতন নয় বা মুঘল আমলেরও নয়। ১৯৯১ সালে বাংলাদেশে তৈরি ডেক্সি দু’টি আমরাই ১৯৯৬ সালে কিনেছিলাম। ডেক্সি দু’টি ফুটা হয়েছিল।