খারকিভে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ নিহত ৫
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:০২
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় উদ্ধারকর্মীসহ ৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আবাসিক ভবনে এই হামলার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে একটি বাড়িতে হামলা হয়। সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছানোর পর আবারো হামলা হয়। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, একটি হামলায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩ জন উদ্ধারকর্মী। ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি নতুন হামলায় তাদের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। রয়টার্স
তেরেখভ আরো জানান, খারকিভের অন্য একটি জেলা শহরের হামলার ঘটনায় পঞ্চম ব্যক্তি নিহত হন। কিছু জেলা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তেরেখভ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিদ্যুৎ এবং অন্যান্য অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে রাশিয়া। খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ বলেছেন, শহরটিতে অন্তত চারটি হামলা হয়েছে।