খুলনায় বাঘ বিধবাদের মধ্যে ছওয়াবের ফুডপ্যাক বিতরণ
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:০২
খুলনার কয়রা উপজেলার ১০০জন বাঘ বিধবাকে ফুডপ্যাক দিয়েছে বেসরকারি এনজিও সংস্থা ছওয়াব (সোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভ্যান্সমেন্ট ইন বাংলাদেশ)।
গতকাল বৃহস্পতিবার কয়রা উপজেলা পরিষদ চত্বরে ছওয়াবের সহযোগিতায় খাদ্যসামগ্রী পেয়ে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মোমেনা খাতুন বলেন, ৬ বছর আগে সুন্দর বনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আমার স্বামী মারা যান। এখন আমার ২ এতিম ছেলে মেয়েকে নিয়ে খুব কষ্টে জীবন-যাপন করতে হয়। কুশোডাঙ্গা গ্রামের আছিয়া খাতুন বলেন,স্বামী বাঘের আক্রমণে মারা যাওয়ার পরে ছেলে-মেয়েদের ভরণপোষণ করতে হিমশিম খাচ্ছি। ছওয়াবের দেয়া এই খাবার দিয়ে হয়তো রমজান মাসের বাকি দিনগুলো ভালো কাটবে। উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ মেম্বর সরদার আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ছওয়াবের হেড অব প্রোগ্রাম লোকমান হোসেন তালুকদার, সহকারী প্রোগ্রাম অফিসার মোল্যা আবু সাঈদ, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ঢালী, ছওয়াবের স্বেচ্ছাসেবক মোনায়েম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন ইউপি মেম্বর কারিম হোসেন, ইমতিয়াজ উদ্দিন, গোলাম রব্বানী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি জাহিদ হাসান।