গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় বিআরটি প্রকল্পের শ্রমিক নিহত
- গাজীপুর প্রতিনিধি
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:০১
গাজীপুরে বিআরটি প্রকল্পের ফাইওভারের এক নির্মাণ শ্রমিক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ওই প্রকল্পের শ্রমিকরা উত্তেজিত কয়েকটি গাড়ি ভাঙচুর ও প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেছে। বুধবার রাত সোয়া ১২টায় গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। গতকাল বাসন থানার ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম- লাবলু মিয়া (২৭)। তিনি রংপুরের মিঠাপুকুর থানার দেউল মির্জাপুর গ্রামের দুলা কসাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সোয়া ১২টার দিকে ময়মনসিংহ থেকে একটি কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে কাভার্ডভ্যানটি অপর একটি ট্রাককে পাশ কাটিয়ে নির্মাণাধীন ফাইওভারের নিচ দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড় অতিক্রমের সময় বিআরটি প্রকল্পের ফাইওভারের নির্মাণ শ্রমিক লাবলু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ প্রায় ৬ কিলোমিটার ধাওয়া করে বোর্ডবাজার এলাকা থেকে চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে। এদিকে সহকর্মী নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে ওই প্রকল্পের অন্যান্য শ্রমিকরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ রেখে গভীর রাতে সড়ক অবরোধ করেন। এসময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা বাইপাস সড়কসহ চতুর্দিকের সব কয়টি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার এবং চালকসহ কাভার্ডভ্যানটি আটক করে। রাত ১টার দিকে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল শুরু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা