ঈদের আগেই বেতন বোনাস ও বৈশাখী ভাতার দাবি
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের এক যৌথ সভা প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: আলমগীর হোসেন খানের সভাপতিত্বে গতকাল বাসস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার সভা পরিচালনা করেন।
সভায় বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স যৌথভাবে ঘোষিত শ্রমিক কর্মচারী ও সাংবাদিকদের প্রাণের দাবি ১০ম ওয়েজবোর্ড গঠনসহ ১০ দফা দাবি ও নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নরে জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। বিশেষ করে সংবাদপত্র ও সংবাদ মাধ্যমে কর্মরত শ্রমিক-কর্মচারীদের দীর্ঘ দিনের প্রত্যাশিত গণমাধ্যমকর্মী আইন সংসদে পাস না হওয়ায় উদ্বেগ ও উষ্মা প্রকাশ করা হয়। দ্রুততম সময়ের মধ্যে গণমাধ্যম কর্মী (চাকরি শর্তাবলী) আইন সংসদে পাস করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় অবিলম্বে শ্রমিক কর্মচারী ও সাংবাদিকদের ঈদের ছুটির আগেই চলতি মাসের বেতন-বোনাস ও বৈশাখি ভাতা পরিশোধ করার জন্য মালিক ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, প্রেস শ্রমিক ফেডারেশনের মহাসচিব মোশতাক আহমদ, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেনের মহাসচিব মো: খায়রুল ইসলাম এবং উভয় ফেডারেশনের নির্বাচিত সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা